সাতক্ষীরায় বধ্যভূমি সংরক্ষণের দাবি (ভিডিওসহ)

দীর্ঘদিন ধরে জেলাবাসীর এই দাবিটি গণহত্যা দিবসের এক আলোচনা সভায় আবার উত্থাপিত হয়।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনের বধ্যভূমিতে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করে তা সংরক্ষণের দাবি করেছে শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারা।

দীর্ঘদিন ধরে জেলাবাসীর এই দাবিটি গণহত্যা দিবসের এক আলোচনা সভায় আবার উত্থাপিত হয়।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত গণহত্যা দিবসের এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হুমায়ুন কবির।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন।

এর আগে বিদ্যালয়ের পেছনের বধ্যভূমিতে স্থাপিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক।

সামিউল আলিম নামে এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "পাকিস্তানি হানাদার বাহিনী এমন নৃশংসভাবে হত্যা করেছিল যে মাইলের পর মাইল রক্তে ভেসে গিয়েছিল। যারা শহীদ হয়েছিলেন, তাদেরকে জানাই অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা।"

দীপ রায় নামে এক শিক্ষার্থী বলে, "সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনে একশ মানুষকে ১৯৭১ সালের ২১ এপ্রিলে তাদেরকে নির্মমভাবে হত্যা করে পুঁতে রাখা হয়েছিল। এখানে বধ্যভুমি রয়েছে যেটি বধ্যভূমি হিসেবে এখনো পুরোপুরি চিহ্নিত হয়নি। স্বীকৃতি দিয়ে এখানে কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়নি। আমার দাবি এখানে বধ্যভূমির স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক।"

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com