কুড়িগ্রামে হয়ে গেল 'হ্যালো'র ফলোআপ কর্মশালা (ভিডিওসহ)

এই কর্মশালায় নির্বাচিত ১০ জন শিশু সাংবাদিক অংশগ্রহণের সুযোগ পায়।

কুড়িগ্রামে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরিতে দিনব্যাপী এই কর্মশালায় নির্বাচিত ১০ জন শিশু সাংবাদিক অংশগ্রহণের সুযোগ পায়।

ফলোআপ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

কর্মশালায় শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক সৈয়দা মৌ জান্নাত।

অন্যদের সঙ্গে এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, পাবলিক লাইব্রেরির সম্পাদক এবং সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন, পৌরসভার মেয়র মো. কাজিউল ইসলাম, এটিএন বাংলার কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক সুজন মোহন্ত।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুড়িগ্রাম।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com