বৈশাখের রং লাগাও প্রাণে কর্মসূচির আওতায় শনিবার বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা শহরের শেখ রাসেল পৌর মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
Published : 13 May 2024, 09:03 PM
কুড়িগ্রামে ‘বাংলার বৈশাখ, বাংলার নাচ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৈশাখের রং লাগাও প্রাণে কর্মসূচির আওতায় শনিবার বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা শহরের শেখ রাসেল পৌর মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আর সহযোগিতা করে জেলা প্রশাসন।
এবারের প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাটের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগের পলাশপুর বিদ্যানিকেতন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাঙালির সংস্কৃতিকে ঘিরে যে উৎসব আছে, তা আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আমরা এই প্রতিযোগীতার আয়োজন করেছি।”
অনুষ্ঠানে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রওশন আরা বেগম, একুশে পদকপ্রাপ্ত নৃত্য শিল্পী শামীম আরা নিপা, শিবলী মোহাম্মদ ও কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুড়িগ্রাম।