সাতক্ষীরায় সামাজিক সচেতনতা বাড়াতে নারী সমাবেশ (ভিডিওসহ)

“অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো উন্নয়নই উন্নয়ন না।”

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো নারী সমাবেশ।

বাল্যবিয়েসহ সমাজের নানা অপরাধ প্রতিরোধের বিষয়ে আলোচনা হয় এই সমাবেশে।

জেলা তথ্য অফিসের আয়োজনে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত এই সমাবেশে নারীদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেয়।

এই অনুষ্ঠানে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মইন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন ও তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম।

তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম বলেন, “অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো উন্নয়নই উন্নয়ন না।”

অধ্যক্ষ বাসুদেব বসু বলেন, “তথ্য অফিস আয়োজিত সমাবেশে বিপুল সংখ্যক ছাত্রী অংশগ্রহণ করেন। তারা বিষয়বস্তুর উপর যে আলোচনা হয়েছে তা শ্রবণ করেন। এসব আলোচনা তাদের জীবনে চলার পথে কাজে আসবে।”

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com