‘সম্প্রীতি ইতোমধ্যে ব্রাউন বেল্ট অর্জন করেছে বলেও জানায়।’
Published : 14 May 2024, 04:25 PM
বিপদে আত্মরক্ষার জন্য চার বছর ধরে কারাতে শিখছে কুড়িগ্রামের কিশোরী তাসফিন নাওয়ার সম্প্রীতি।
সে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ছে।
সম্প্রীতি জানায়, সে ২০২০ সাল থেকে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের একটি ক্লাবে কারাতের প্রশিক্ষণ নিচ্ছে। কারাতে শিখতে তাকে অনুপ্রেরণা জুগিয়েছে তার মা।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে বলে, “কারাতে শিখলে শরীর সুস্থ থাকে এবং বাইরে কোনো বিপদের মুখোমুখী হলে নিজেকে বাঁচানো যায়।”
সম্প্রীতি ইতোমধ্যে ব্রাউন বেল্ট অর্জন করেছে বলেও জানায়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুড়িগ্রাম।