অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Published : 17 Dec 2024, 06:32 PM
বিজয়ের ৫৩ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাড্ডার একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সোমবার কলেজ প্রাঙ্গণে মেয়েদের নিয়ে একক ও দ্বৈত ক্যাটাগরিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আর ছেলেদের জন্য ছিল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। উচ্চমাধ্যমিক একাদশ বনাম স্নাতক একাদশের মাঝে হয় ফাইনাল ম্যাচ।
খেলা শেষে কলেজের কালচার ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়, যা পুরো আয়োজনকে আরও আনন্দমুখর করে তোলে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।