স্কুলের সময়টুকু ছাড়া বেশিরভাগ সময় তার এই দোকানেই কাটে।
Published : 04 Nov 2024, 10:45 PM
পড়াশোনার পাশাপাশি বড় ভাইয়ের কাপড়ের দোকানে সহযোগী হিসেবে কাজ করে নুরুল হুদা নামে সিরাজগঞ্জের এক কিশোর।
সে তার পরিবারের সঙ্গে চৌহালী উপজেলায় থাকে। পড়াশোনা করছে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে।
জানা যায়, অল্প বয়সেই তার বড় ভাই মাহমুদকে অভাবের সংসারে হাল ধরতে হয়। এক সময় তিনি গ্রামে হেঁটে হেঁটে শিশুদের কাপড় বিক্রি করতেন। এখন তিনি স্থানীয় গ্রামের বাজারে কাপড়ের একটি দোকান চালান।
স্কুলের সময়টুকু ছাড়া বেশিরভাগ সময় এই দোকানেই কাটে জানিয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নুরুল বলে, "আমার সাত বছর বয়স থেকেই প্রতিনিয়ত ভাইয়ের দোকানে সহযোগিতা করার পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন সকাল ৬টায় এসে দোকান খুলি, ৯টার দিকে স্কুলে চলে যাই। দুপুর ২টায় স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে ফিরি। তারপর খাবার খেয়েই আবার দোকানে চলে আসি।"
দোকানের আয় থেকে সংসার ও তার পড়াশোনার খরচ মেটে বলেও জানায় সে। ফলে অবসরে খেলাধুলা বা বিনোদনের সময় না পাওয়ার আক্ষেপ নেই তার।
দোকানে ক্রেতার অনুপস্থিতির সময়টাতে নুরুল পড়াশোনা করে। বড় হয়ে সরকারি চাকরি করার স্বপ্ন তার।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিরাজগঞ্জ।