’সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়।’
Published : 31 Jan 2024, 07:26 PM
শেরপুরের সদর উপজেলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
মেলায় উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীরা তাদের বানানো উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: শেরপুর।