’জেলা সদরের বাজার ফান্ড প্রশাসকের কার্যালয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শিশু সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা।’
Published : 25 Jan 2024, 04:48 PM
খাগড়াছড়িতে তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।
জেলা সদরের বাজার ফান্ড প্রশাসকের কার্যালয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শিশু সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক সমির মল্লিক।
এই কর্মশালায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব নিউজ ফটোগ্রাফি
মুস্তাফিজ মামুন এবং শেষ দিন প্রশিক্ষণ দেন ইউনিসেফের প্রশিক্ষক নাহিদ সুলতানা ও আবু বক্কর সিদ্দিকী।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: খাগড়াছড়ি।