ঘূর্ণিঝড়: মৌয়ালদের কাছে আতঙ্কের এক নাম

প্রতি বছরই কালবৈশাখীর মৌসুমে তাদের লোকসান গুনতে হয়।
ঘূর্ণিঝড়: মৌয়ালদের কাছে আতঙ্কের এক নাম

ঘূর্ণিঝড়ের পূর্ভাবাস পেলেই আতঙ্কে থাকেন সুন্দরবনের মৌয়ালরা। কেননা এ সময় তাদের জীবন বাঁচাতে গভীর জঙ্গল থেকে নিরাপদ স্থানে চলে আসতে হয়, যার প্রভাব পড়ে তাদের রুটি-রুজিতে।

সম্প্রতি ঘূর্ণিঝড় মোখার আঘাত মোকাবিলার পূর্বপ্রস্তুতি হিসেবে তাদের কাজ ফেলে ফিরে আসতে হয়।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘূর্ণিঝড়ের জন্য তাদের কাজ বন্ধ রাখায় লোকসানের শঙ্কায় আছেন তারা।

সাতক্ষীরার শ্যামনগরের অর্ধ সহস্রাধিক মৌয়াল প্রতি বছর পহেলা এপ্রিল বন বিভাগের পাস নিয়ে জঙ্গলে প্রবেশ করে। কিন্তু তাদের পাসের জন্য বরাদ্দ সময়ের মধ্যে কাজের বিঘ্ন ঘটলে তারা আর্থিক টানাপোড়েনে পড়েন।

মৌয়ালরা জানান, প্রতি বছরই কালবৈশাখীর মৌসুমে তাদের লোকসান গুনতে হয়।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নুরুল ইসলাম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জেলে বাওয়ালী ও মৌয়ালদের সবসময় ঝড়-জলোচ্ছ্বাস সম্পর্কে সচেতন করে থাকি। আর এভাবেই তাদের কাজ করা ছাড়া বিকল্প নেই।”

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com