'জানা যায়, দুই সন্তান নিয়ে তার পরিবার। স্বামী তাদের দেখভাল করেন না। তাই নিজেই তিনি কাজে নেমেছেন।'
Published : 30 Jan 2024, 05:35 PM
শীতের পিঠা বিক্রি করে ছেলে-মেয়ের পড়াশোনার খরচ জোগান দেন বিলকিস বেগম নামের বাগেরহাটের ৩২ বছর বয়সী এক নারী।
জেলা সদরের পুরাতন বাজারের পলি ক্লিনিকের সামনে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা এই নারীর।
জানা যায়, দুই সন্তান নিয়ে তার পরিবার। স্বামী তাদের দেখভাল করেন না। তাই নিজেই তিনি কাজে নেমেছেন।
হ্যালোকে তিনি বলেন, “ছেলে মেয়ের খরচ চালাতে হয়। সংসার চালাতে হয়। এইজন্য এই কাজ করতে হয়।”
বিলকিসের মেয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করছে আর ছেলে এইচএসসি পরীক্ষার্থী৷ পিঠা বিক্রি করেই তিনি সন্তানদের পড়াশোনার খরচ দেন।
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পিঠা বিক্রি করেন তিনি। এতে রোজ তার দেড়শ থেকে দুইশ টাকা লাভ হয়।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।