খুলনায় ‘হ্যালো’র ফলোআপ কর্মশালা (ভিডিওসহ)

নির্বাচিত ১০ জন শিশু সাংবাদিক ফলোআপ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পায়।

খুলনায় শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

শুক্রবার শহরের গল্লামারী সরকারি মৎস্য-বীজ উৎপাদন খামার মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

দিনব্যাপী এই কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী প্রযোজক (মাল্টিমিডিয়া) আল হাসান রাকিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি শুভ্র শচীন কর্মশালাটি সঞ্চলনা করেন।

নির্বাচিত ১০ জন শিশু সাংবাদিক ফলোআপ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পায়।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com