'মেটা'র প্রশিক্ষণ পেলেন নেত্রকোণার ৩০ নারী উদ্যোক্তা (ভিডিওসহ)

"এ ধরনের প্রশিক্ষণ ব্যবসায় আয় বাড়ানোর মাধ্যমে স্বনির্ভর করবে নারীদের।"

'মেটা'র সহযোগিতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের প্রশিক্ষণ পেলেন নেত্রকোণার ৩০ নারী উদ্যোক্তা।

বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এই প্রশিক্ষণের আয়োজন করে।

উদ্যোক্তাদের মেটা সুইট এপসের মাধ্যমে একই সঙ্গে ফেইসবুক, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

সাহিনা আরজু নামে জেলার আটপাড়া উপজেলার একজন উদ্যোক্তা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৈরি পোশাক, তাঁতের শাড়ি, হাতে তৈরি গহনা নিয়ে অ্যাপসের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসায় সফলতা পেতে এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন তিনি।

তিনি বলেন, "এই ধরনের প্রশিক্ষণ ভালো সুফল বয়ে আনবে।"

নিলুমা রাণী দাস নামে আরেকজন উদ্যোক্তা বলেন, "ফেসবুকের অ্যাপের পূর্ণ ব্যবহারের সক্ষমতা দরকার।"

সাহেরা আক্তার নামে আরেকজন বলেন, "এ ধরনের প্রশিক্ষণ ব্যবসায় আয় বাড়ানোর মাধ্যমে স্বনির্ভর করবে নারীদের।"

বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেত্রকোণার জেলা প্রতিনিধি ফারহানা সুলতানা হ্যালোকে বলেন, "জেলার নারী উদ্যেক্তাদের ব্যবসা প্রসারের মাধ্যমে স্বাবলম্বী করতেই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।"

এই প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কর্মকর্তা সুমন্ত কুমার মহন্ত হ্যালোকে বলেন, "বর্তমান সময়ে ব্যবসা প্রসারে এ ধরনের প্রশিক্ষণ নারী উদ্যেক্তাদের অনেক দূর এগিয়ে নেবে।"

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com