
পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলেই পরিবারের নানা কাজে সাহায্য করে মো. আব্দুল্লাহ নামে খুলনার এক শিশু।
জেলার রূপসা থানার চানপুর গ্রামের একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে সে।
বাবা-মায়ের কষ্ট যাতে একটু হলেও লাঘব হয়, তাই ঘরের নানা কাজ করে সে। বাবা-মাকে সাহায্য করে আনন্দ পায় বলেও জানায় আব্দুল্লাহ।
নিজেদের গরুর দেখাশোনা, ধান সংগ্রহ, ধান রোদে শুকানো, ঘর পরিষ্কারের মতো সংসারের নানা কাজে হাত লাগায় সে।
এ বিষয়ে আবদুল্লাহ হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "আমি বাবা-মায়ের কাজে সাহায্য করি, আমার ভালোই লাগে কাজ করতে।"
পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলেই আনন্দ নিয়ে সংসারের নানা দায়িত্ব কাঁধে তুলে নেয় ছোট্ট আবদুল্লাহ। তার মা-বাবাও এই কাজে বেশ খুশি বলে জানান।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।