বাঁধ ডোবার শঙ্কা বাদ সাধছে দুর্গাপূজার আনন্দে (ভিডিওসহ)

শিশুদের মধ্যে উৎসবের আনন্দ বিরাজ করলেও তারাও বড়দের মতোই বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা করছে।

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনন্দে বাদ সেধেছে বাঁধ ডুবে যাওয়ার শঙ্কা।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বারবার দূর্যোগ কবলিত সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার বাসিন্দারা বলছেন, এলাকাবাসীর একটাই চিন্তা কখন বাঁধ ভেঙে পানি প্রবেশ করে উৎসবের আনন্দ ম্লান হয়ে যায়।

শিশুদের মধ্যে উৎসবের আনন্দ বিরাজ করলেও তারাও বড়দের মতোই বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা করছে।

স্থানীয়দের অভিযোগ, ঘূর্ণিঝড় আইলা ও আম্পানের আঘাতের পর বেড়িবাঁধগুলো অকেজো হয়ে যায়। ফলে অল্প বৃষ্টি ও জোয়ারের পানিতেই লোকালয়ে পানি প্রবেশ করে।

এক নারী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, ঠাকুর যেন আমাদের নদী ভাঙন এলাকা রোধ করে।”

এক শিশু হ্যালোকে বলে, “পূজার মধ্যে অনেক আনন্দ হয়। কিন্তু এ বছর আমরা আনন্দ করতে পারছি না নদী ভাঙনের কারণে।”

আরেক শিশু জানায় তার একটাই প্রার্থনা, দেবী যেন নদী ভাঙন বন্ধ করে দেন।

ব্রাহ্মণ সংসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি করুণা কান্ত ব্যানার্জী বলেন, "জেলায় কয়েকটি মন্দিরে প্রতিমা ভাংচুর ও উপকূলীয় দুই উপজেলার নদী ভাঙনের জন্য ভক্তদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।”

সাতক্ষীরা জেলায় এবার মোট পাঁচশ ৯৭টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিবেদকের বয়স: ১১। জেলা: সাতক্ষীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com