টাঙ্গাইলের গরম কাপড়ের বাজার (ভিডিওসহ)

শীত বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে বেচা-কেনা।

প্রতি বছরই শীতের মৌসুমে জমে ওঠে টাঙ্গাইল শহরের শীতের পোশাকের বাজার।

নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা জেলা শহরের কোর্ট চত্ত্বর, ডিস্ট্রিক্ট প্লাজা ও হকারদের বিক্রি করা গরম কাপড়।

কোর্ট চত্ত্বর ও ডিস্ট্রিক্টের খোলা মাঠের শীতের কাপড়ের বাজারটি গরীবের শীতের মার্কেট হিসেবে পরিচিত।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে বেচা-কেনা।

নিজের জন্য একটি ভালো শীতের পোশাক খুঁজছেন সোলায়মান নামে এক ব্যক্তি। বেশ কিছুক্ষণ পর তিনি পেয়েছেন নিজের পছন্দসই পোশাক।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোলায়মান বলছিলেন, "সাধ্যের মধ্যে এইখানে কাপড় কিনতে পারি। তাই এখান থেইকা কাপড় নিতাছি।”

ছেলের জন্য শীতের পোশাক কিনতে এসেছেন মাদাব্বর হোসেন নামে এক ব্যক্তি।

তিনি হ্যালোকে বলেন, “এখানে শীতের কাপড়ের দাম কম। তাই এহানেই কিনবার আইছি।"

বছরের অন্যান্য সময় এখানে তেমন কেনা-বেচা না হলেও শীতকে সামনে রেখে এখানকার ব্যবসা জমজমাট হয়।

আফজাল মিয়া নামে এক ব্যবসায়ী বলেন, “এখন শীত একটু বেশি পড়ায় বিক্রিও বেশি হচ্ছে।”

প্রতিবেদক: মাহমুদুল হাসান তানজীম (১৪), বায়েজিদ হাসান (১৪), নুজহাত ই তাহলিল (১২), সৈয়দ নাফিসা (১৩), টাঙ্গাইল।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com