শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবসে নানা আয়োজন

বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনে যোগ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবসে নানা আয়োজন

নানা আয়োজনে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসের সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাসে অনুষ্ঠানমঞ্চ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনে যোগ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গারো সম্প্রদায়ের রেওয়াজে অভ্যর্থনা জানানো হয় তাকে। এরপরই শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা।

নেত্রকোণার বাউল রশিদ উদ্দিনের ‘মানুষ ধর, মানুষ ভজ, শোন বলিরে পাগল মন’ গানের মাধ্যমে মঞ্চে  গীতিনৃত্যালেখ্য ‘আহবান’ পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ছাড়াও অন্যদের মাঝে বক্তব্য রাখেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য অসীম কুমার উকিল, হাবিবা রহমান খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com