’অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করেন ও এরপরই শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে।’
Published : 13 Feb 2024, 03:46 PM
কুড়িগ্রামে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করেন ও এরপরই শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকসানা পারভীন তার বক্তব্যে বলেন, “আমাদের মেয়েরা খেলাধুলা ও সৃজনশীলতায় এগিয়ে যাচ্ছে। আমি তাদের অগ্রগতি কামনা করি।”
প্রধান অতিথির বক্ত্যবে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল আরীফ হ্যালোকে জানান, তিনি এই অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত।
তিনি মনে করেন, পড়াশোনার মতো খেলাধুলাও জীবনের একটি অংশ।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: কুড়িগ্রাম।