কুষ্টিয়ায় নজরুল জয়ন্তী উৎসব

আলোচনা সভা শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিবেশন করেন সাংস্কৃতিক পরিবেশনা।
কুষ্টিয়ায় নজরুল জয়ন্তী উৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ায় উৎসব উদযাপন করা হয়েছে।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্রোহী কবি নজরুলকে স্মরণ করে।

সকালে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে বাংলার মাটি ও মানুষের মুক্তিসহ সাহিত্যকর্মে কবির অবদান সবার সামনে তুলে ধরে আলোচনা করেন কলেজটির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

আলোচনা সভা শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিবেশন করেন সাংস্কৃতিক পরিবেশনা।

সন্ধ্যায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, কুষ্টিয়া আবৃত্তি পরিষদসহ বিভিন্ন সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

তারাও নজরুল সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুষ্টিয়া।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com