শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা (ভিডিওসহ)

এক ঘণ্টা আগে থেকেই কেন্দ্রের সামনে ভিড় করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।

বাগেরহাট জেলা শহরের পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায় পরীক্ষা শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগে থেকেই কেন্দ্রের সামনে ভিড় করেন পরিক্ষার্থী ও অভিভাবকরা।

জেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্রগুলোর মতো বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও পরীক্ষার্থীদের আগে ভাগেই কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। জেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা এই কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

সোমা নামে এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরীক্ষা শুরুর আগে বলছিল, “প্রস্তুতি খুব ভালো, যদিও টেনশন হচ্ছে তবুও অনেক ভালো লাগছে।”

পরীক্ষা চলাকালীন যাতে কেউ কেন্দ্রের নির্দিষ্ট সীমানায় প্রবেশ করতে না পারে তাই লাল পতাকা দিয়ে চিহ্ন দেওয়া হয়।

পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আইন-শৃংখলা বাহিনী নিয়োজিত ছিল।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com