সুনামগঞ্জে ‘হ্যালো’র ফলোআপ কর্মশালা (ভিডিওসহ)

দ্বিতীয় পর্যায়ে ১০ জন শিশু সাংবাদিককে ফলোআপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।

সুনামগঞ্জে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সম্প্রতি দৈনিক সুনাম কণ্ঠ নামের এক সংবাদপত্রের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক সৈয়দা মৌ জান্নাত।

কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালায় ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে ১০ জন শিশু সাংবাদিককে ফলোআপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সুনামগঞ্জ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com