বাগেরহাটের আলীবান্দায় নতুন ইকো ট্যুরিজম সেন্টার (ভিডিওসহ)

'করমজল পয়েন্টের মতো এখানেও ফুট ট্রেইল তৈরি করা হচ্ছে যাতে দর্শনার্থীরা পায়ে হেঁটে বনের সৌন্দর্য দেখতে পারেন।'

বাগেরহাটের শরণখোলা উপজেলার আলীবান্দার সুন্দরবন অংশে করমজল পর্যটন কেন্দ্রের মতো করে গড়ে তোলা হচ্ছে ইকো ট্যুরিজম সেন্টার।

এর নির্মাণ কাজ শেষ হলে সুন্দরবনে ভ্রমণপিপাসু মানুষের জন্য আরো একটি পর্যটন কেন্দ্র যুক্ত হবে।

করমজল পয়েন্টের মতো এখানেও ফুট ট্রেইল তৈরি করা হচ্ছে যাতে দর্শনার্থীরা পায়ে হেঁটে বনের সৌন্দর্য দেখতে পারেন।

এখানে তৈরি করা হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্রও।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com