নীলফামারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

নবম শ্রেণির শিক্ষার্থী মো. মেহেরাব সরকার সিয়াম শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে।
নীলফামারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও রংপুর দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতার তিন পর্বে উপজেলার আটটি বিতার্কিক দল অংশ নেয়। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং রানার্স আপ হয় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।

সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী মো. মেহেরাব সরকার সিয়াম শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নীলফামারী।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com