ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
Published : 23 Jan 2025, 08:36 PM
ময়মনসিংহে প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী হয়েছে ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলা।
‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট - ২০২৪’ শীর্ষক এই খেলার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। বালক ও বালিকা শাখায় ১৩টি উপজেলার সবগুলোই এতে অংশগ্রহণ করে।
বুধবার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ঈশ্বরগঞ্জ উপজেলার মেয়েরা ও ত্রিশাল উপজেলার ছেলেরা জয় ছিনিয়ে নেয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মুফিদুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। এছাড়াও অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ময়মনসিংহ।