এই প্রতিযোগিতায় দেশের ১৩টি ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের ৬১৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
Published : 13 Mar 2025, 09:16 PM
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত ‘মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক উৎসবে’ চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলার ব্র্যাক বিদ্যালয়।
সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এই প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদার বিদ্যালয়।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উন্নয়ন সংস্থাটি জানায়, তিন ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের ১৩টি ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের ৬১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৮ শতাংশ ছিল মেয়ে শিশু।
চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল 'নারীর ক্ষমতায়নে প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চাইতে নারীর অর্থনৈতিক স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ'।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা ও আত্মপ্রকাশের দক্ষতা বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।