‘মাইশা জানায়, এক মাস আগে কারাতে শিখতে শুরু করে সে। এজন্য কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের একটি ক্লাবে ভর্তি হয়।’
Published : 15 May 2024, 04:44 PM
আত্মরক্ষার কৌশল রপ্ত করতে কারাতে শিখছে কুড়িগ্রামের কিশোরী জুম্বুল জুহাম মাইশা। সে কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুলে দশম শ্রেণিতে পড়ছে।
মাইশা জানায়, এক মাস আগে কারাতে শিখতে শুরু করে সে। এজন্য কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের একটি ক্লাবে ভর্তি হয়।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে বলে, “আমরা মেয়েরা অনেক সময় স্কুল বা কোচিংয়ে যাওয়ার সময় যৌন হয়রানির শিকার হই। যদি আমাদের আত্মরক্ষার কৌশল জানা থাকে, তাহলে আমরা খুব সহজে উত্যক্তকারীদের প্রতিহত করতে পারব।”
মাইশা মনে করে, প্রতিটি মেয়েরই আত্মরক্ষার কৌশল জানা প্রয়োজন। ভবিষ্যতে ব্ল্যাক বেল্ট জয়ের ইচ্ছের কথাও জানাও সে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুড়িগ্রাম।