বিধ্বংসী বন্যায় ঝুঁকিতে বিশ্বের প্রায় ৩ কোটি শিশু: ইউনিসেফ

“আমাদের শিশুরা ইতোমধ্যেই এমন কষ্টের অভিজ্ঞতা লাভ করছে যা তাদের বাবা-মায়েরা কখনও করেননি।”
বিধ্বংসী বন্যায় ঝুঁকিতে বিশ্বের প্রায় ৩ কোটি শিশু: ইউনিসেফ

জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ বলছে, এবছর বিশ্বব্যাপী ২৭টি দেশে প্রবল বন্যায় কমপক্ষে দুই কোটি ৭৭ লাখ শিশু ক্ষতিগ্রস্থ হয়েছে।

মিশরে জলবায়ু সম্মেলন কপ-২৭ চলাকালীন এক প্রতিবেদনে ঝুঁকির মুখে পড়া শিশুদের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার হ্যালো ডট বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি ইউনিসেফ বলছে, চাদ, গাম্বিয়া, পাকিস্তান এবং উত্তরপূর্ব বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই শিশুরা পানিতে ডুবে মৃত্যু, রোগের প্রাদুর্ভাব, নিরাপদ পানীয় জলের অভাব, অপুষ্টি, পড়াশোনায় ব্যাঘাত এবং সহিংসতাসহ অনেক হুমকির উচ্চঝুঁকিতে অবস্থান করছে।

কপ-২৭ সম্মেলনে ইউনিসেফ প্রতিনিধি দলের প্রধান পালোমা এস্কুদেরো বলেন, "আমরা এই বছর সারা বিশ্বে অস্বাভাবিক মাত্রার বন্যা দেখছি যা আগে দেখা যায়নি এবং এটি বিশ্বের শিশুদের ঝুঁকির মাত্রাও অত্যাধিক বাড়িয়ে দিয়েছে। জলবায়ু পরিবর্তনের বিপর্যয় চলে এসেছে। অনেক জায়গায় বন্যা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ছিল। আমাদের শিশুরা ইতোমধ্যেই এমন কষ্টের অভিজ্ঞতা লাভ করছে যা তাদের বাবা-মায়েরা কখনও করেননি।”

জলবায়ু পরিবর্তনের এ প্রভাব মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com