স্কুলে মাঠ নেই, খেলাধুলা প্রায় বন্ধ

মাঠের অভাবে বিদ্যালয়ের প্রাত্যহিক প্রাতঃসমাবেশ কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।
স্কুলে মাঠ নেই, খেলাধুলা প্রায় বন্ধ

স্কুলে খেলার মাঠ না থাকায় খেলাধুলা করার সুযোগ পাচ্ছে না সিরাজগঞ্জের তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী।

বিদ্যালয় ঘুরে দেখা যায়, মাঠের অভাবে বিদ্যালয়ের প্রাত্যহিক প্রাতঃসমাবেশ কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।

মাঠ না থাকায় খেলাধুলারও সুযোগ পাচ্ছে না বলে জানায় শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী বলছিল, "বিদ্যালয়ের খেলাধুলার জন্য মাঠের প্রয়োজন। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকবে। এতে আমরা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারব।"

মাঠ না থাকায় স্কুলে কোনো প্রতিযোগিতার আয়োজন করলে তার প্রস্তুতি নিতেও সমস্যা হয় বলে জানায় আরেক শিক্ষার্থী।

আরেক শিক্ষার্থী জানায়, ইনডোর খেলাধুলার সুযোগ থাকলেও মাঠ না থাকায় আউটডোর খেলাধুলার সুযোগ পাচ্ছে না তারা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্কুলটির জন্য উপজেলায় জমি কেনা থাকলেও ভবন নির্মাণ করা হয়নি।

মাঠ না থাকার বিষয়ে বিদ্যালয়ের এক শিক্ষিকা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের মাঠের খুব প্রয়োজন। মাঠ না থাকায় আমরা যখন বাইরে কোথাও প্রতিযোগিতায় যাই, তখন আশানুরূপ ফলাফল হয় না। মাঠের অভাবে মেয়েরা ব্যাডমিন্টন, কাবাডি, হ্যান্ডবল ইত্যাদি খেলা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে না।'"

বিদ্যালয়ের আরেক শিক্ষক বলেন, "মাঠ যে কোনো স্কুলের অবিচ্ছেদ্য অংশ। স্কুলের নিজস্ব মাঠ থাকলে শিক্ষার্থীরা অবসর সময়ে খেলাধুলার সুযোগ পেত।"

বিদ্যালয়কে অন্যত্র স্থানান্তর করা হলে মাঠের সংকট কেটে যাবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

হ্যালোকে তিনি বলেন, "বিদ্যালয়ের মাঠ না থাকা অবশ্যই একটি বড় সমস্যা। পাশেই আমাদের ক্রয়কৃত সম্পত্তি আছে সাড়ে তিন একর। সেখানে স্কুলকে স্থানান্তর করা হলে মাঠের সমস্যাটি কেটে যাবে।"

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সিরাজগঞ্জ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com