হাসনা হেনার 'সূর্যমুখী' বাগান (ভিডিওসহ)

"সূর্যমুখী ফুলের বীজ মাড়াই করে তেল পাওয়া যায়। তাই কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে সূর্যমুখীর চাষ।"

নেহায়েত শখের বশে নয়, বাণিজ্যিক উদ্দেশ্যে সূর্যমুখীর বাগান তৈরি করেছেন খুলনার নূর নগরের হাসনা হেনা নামের এক নারী।

নিজের আট শতক জমিতে সূর্যমুখীর চাষ করেছেন তিনি। বীজ রোপণ থেকে পরিচর্যা সব কাজ একা হাতেই করেন।

সম্প্রতি বাগান ঘুরতে গেলে তার সঙ্গে কথা হয় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, “এই বাগানটি হয়েছে গত তিন মাসে। এই গাছের পরিচর্যা আমি একাই করি। যেমন আয় হয় তেমন অনেক মানুষ দেখতে আসে, ভালোই লাগে।"

সরেজমিনে দেখা যায়, হলুদের সমারোহে বাগানটি দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনই মনোমুগ্ধকর।

এ ফুল থেকে পাওয়া বীজ বাজারে বিক্রি করে আগেও লাভবান হয়েছিলেন বলে জানালেন হাসনা হেনা।

সূর্যমুখী ফুলের বীজ মাড়াই করে তেল পাওয়া যায়। তাই কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে সূর্যমুখীর চাষ।

শুধু হাসনা হেনা নন, নূর নগরের বিভিন্ন জায়গায় এমন ছোট ছোট সূর্যমুখী ফুলের বাগান চোখে পড়বে।

এছাড়া খুলনার ছাচিবুনিয়া, আড়ংঘাটা বাইপাস, রূপসা বাইপাস সড়কের পাশে বেশ কয়েকটি সূর্যমুখীর বাগান রয়েছে।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com