বাফলা বিলে শীতের মৌসুমে অতিথি পাখি দেখতে পাওয়া যায় বলে জানান রফিকুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা।
Published : 16 Sep 2024, 07:35 PM
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাফলা বিলের শাপলা ও পদ্মফুলের সমারোহ যেন সবার মাঝেই মুগ্ধতা ছড়াচ্ছে।
উপজেলার রণচন্ডী ইউনিয়নের বাফলা গ্রামে এই বিলের অবস্থান। গ্রামের নামেই বিলটি পরিচিতি পায়।
স্থানীয়রা জানান, আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত নানা রঙের শাপলা ও পদ্মফুলে ভরে উঠে এই বিল। এসময় দূর-দূরান্ত থেকেও অনেকে বেড়াতে আসেন।
ঘুরে দেখা যায়, বিলের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে ও সময় কাটাতে অনেকেই এসেছেন এখানে। কেউ কেউ ছবি তুলে মুহূর্তটি স্মরণীয় করে রাখছেন।
বাফলা বিলে আছে নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ। সেটিও অনেকে লুফে নিয়েছেন।
সুমাইয়া রহমান আঁখি নামের ঘুরতে আসা একজন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকজন বান্ধবী মিলে বিলে পদ্মফুল দেখতে এসেছি। বিলের দৃশ্য সত্যি অনেক সুন্দর।”
বাফলা বিলে শীতের মৌসুমে অতিথি পাখি দেখতে পাওয়া যায় বলে জানান রফিকুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা।
হ্যালোকে তিনি বলেন, “শুধু পদ্মফুল কিন্তু নয়, শীতকালে নানান অতিথি পাখির আনাগোনা ঘটে এই বিলে।”
সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবিও জানান অনেকে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নীলফামারী।