খানজাহান আলীর ভিটায় পাওয়া প্রত্নবস্তু নিয়ে প্রদর্শনী (ভিডিওসহ)

'খনন ও অনুসন্ধানে এই বসত ভিটা থেকে আয়রন নেইল, টাইলস, পাথর, হরিণের শিং ও দাঁত এবং মাটির তৈজসপত্র পাওয়া গেছে।'

এক মাসেরও বেশি সময় ধরে বাগেরহাটে খানজাহান আলী (র:) এর বসত ভিটায় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খননে আবিষ্কৃত প্রত্নবস্তু নিয়ে প্রদর্শনী করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

মঙ্গলবার সদর উপজেলার রণবিজয়পুর গ্রামে খানজাহান আলীর বসত ভিটায় দিনব্যাপী এই প্রদর্শনী হয়।

প্রদর্শনীটির উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

জেলা সদরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রদর্শনীটি দেখতে আসে।

প্রদর্শনী দেখতে আসা শিশুদের সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

তারা বলে, ১৫শ শতকের বিভিন্ন বাসন কোসন দেখে তারা বিস্মিত। এটি খুবই শিক্ষনীয় বিষয়। আগে কখনো এত পুরনো জিনিস তারা দেখেনি।

খনন ও অনুসন্ধানে এই বসত ভিটা থেকে আয়রন নেইল, টাইলস, পাথর, হরিণের শিং ও দাঁত এবং মাটির তৈজসপত্র পাওয়া গেছে।

জানা যায়, এই বছরের ফেব্রুয়ারি মাসে এই বসত ভিটার খনন কাজ শুরু হয় এবং শেষ হয় চলতি মাসে।

প্রতিবেদকের বয়স:, ১৩। জেলা: বাগেরহাট।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com