পড়াশোনার খরচ ও সংসারের ব্যয় মেটাতে একেক সময় একেক ধরনের কাজ করতে হয়েছে বলে জানায় রানা।
Published : 15 Sep 2024, 07:40 PM
আখ বিক্রি করে পড়াশোনা ও সংসারের খরচ জোগান দেয় সোহাগ রানা নামের সিরাজগঞ্জের এক কিশোর।
জেলার চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে থাকে সে। পড়াশোনা করছে চৌহালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে।
জানা যায়, তার বাবা সংসারের কোনো ব্যয় বহন করেন না। তাই বাধ্য হয়ে ছোটবেলা থেকেই কাজে নামতে হয় তাকে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রানা বলছিল, “বাবা থেকেও যেন নেই। ছোটবেলা থেকে নিজের পড়াশোনার খরচ নিজেকে চালাতে হয়েছে। এছাড়া সংসারের বড় ছেলে হওয়ায় সংসারের দায়িত্বও আমার কাঁধে।”
পড়াশোনার খরচ ও সংসারের ব্যয় মেটাতে একেক সময় একেক ধরনের কাজ করতে হয়েছে বলে জানায় রানা।
সে বলে, “কিছুদিন ধরে আখ বিক্রি করি। সকালে কিছুক্ষণ বিক্রি করে কলেজে যাই। তারপর কলেজ থেকে ফিরে খাবার খেয়েই আবার চলে আসি বাজারে আখ বিক্রি করতে।
“এতে করে যে স্বল্প পরিমাণ লাভ হয় তা দিয়ে কোনোমতে দিন চলে।”
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিরাজগঞ্জ।