সংসারের ঘানি টানতে বিলীন শৈশবের আনন্দ

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের একটি কফির দোকানে সাহায্যকারী হিসেবে কাজ করে সে।
সংসারের ঘানি টানতে বিলীন শৈশবের আনন্দ

পড়াশোনার ইচ্ছা থাকলেও দোকানে কাজের পর আর পড়তে ইচ্ছে হয় না বলে জানায় তয়ন নামে ১২ বছর বয়সী এক শিশু।

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের একটি কফির দোকানে সাহায্যকারী হিসেবে কাজ করে সে।

তয়ন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, মা, বাবা ও ছোট ভাইকে নিয়ে তাদের সংসার। পরিবারে অর্থের জোগান দিতেই সে নিজের কাঁধে উপার্জনের দায়িত্ব তুলে নিয়েছে।

সে বলছিল, “আমি এক বছর ধরে এই দোকানে কাজ করি। আমার ভালো লাগে আর ভালো লাগে বলেই আমি এই কাজ করি।”

পড়াশোনা না করার কারণ জানতে চাইলে সে বলে, “হ্যাঁ, অবশ্যই আমার মন চায়। কিন্তু কাজের চাপে আমার আর পড়ালেখা করার সুযোগ হয় না।“

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com