মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়।
Published : 18 Feb 2025, 06:49 PM
নওগাঁর রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম।
অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নানা পরামর্শ ও দিক-নির্দেশনা দেন। এরপর পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া করার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নওগাঁ।