মঙ্গলবার উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদানের অনুষ্ঠান হয়।
Published : 13 Feb 2025, 08:22 PM
সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা।
মঙ্গলবার উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদানের অনুষ্ঠান হয়।
জানা যায়, জেলার ১৩৪টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৭৪৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে সংস্থাটি।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির চেয়ারম্যান খাজা টিপু সুলতান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম।
এই আয়োজনে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফারুক হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল,সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ ও কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "ভালো মানুষ হতে হলে শুধুমাত্র ভালো রেজাল্টই যথেষ্ট নয়, সত্যিকারের সৎ জীবনযাপন জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও দায়িত্ববোধের সঙ্গে চলতে হবে।"
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিরাজগঞ্জ।