কুড়িগ্রামে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা (ভিডিওসহ)

'বিভিন্ন স্কুল-কলেজের ৩০ জন শিক্ষার্থী চারটি দলে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়।'

কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সরকারি গণ গ্রন্থাগারে নাগরিক সমাজ নামের একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।

বিভিন্ন স্কুল-কলেজের ৩০ জন শিক্ষার্থী চারটি দলে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় চিত্রাঙ্কনের বিষয়বস্তু ছিল ‘স্বপ্নের পাঠাগার’।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী সরখেল বলে, “বইয়ের উপরে ছবি আকঁলাম। খুব ভালো লাগছে, এরকম ছবি আঁকতে পেরে আমি ভীষণ খুশি।”

তাসকিয়া প্রকৃতি মার্ধূয নামের আরেক শিশু বলে, “আমরা স্বপ্নের পাঠাগার বিষয়ে ছবি আঁকলাম। আমাদের ভালো লাগল।”

জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের বই পড়ায় আগ্রহী করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুড়িগ্রাম।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com