বিনামূল্যে ইউনিফর্ম পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা (ভিডিওসহ)

“মাদ্রাসা থেইক্যা নতুন জামা, পায়জামা দিছে। ভালা লাগতাছে। নতুন জামা পইরা মাদ্রাসায় আইছি।”

নেত্রকোণার কেন্দুয়ায় মাদ্রাসা থেকে বিনামূল্যে ইউনিফর্ম পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

উপজেলার রায়পুর পিজাহাতী দাখিল মাদরাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নতুন পোশাক বিতরণ করা হয়।

সিমলা আক্তার নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, “মাদ্রাসা থেইক্যা জামা আর পায়জামা পাইছি। আগে আমরার মাদ্রাসায় পোশাক আছিল না। ভালো লাগছে নতুন জামা পইড়া মাদ্রাসায় আসি।”

তৌহিদুল ইসলাম নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী বলে, “মাদ্রাসা থেইক্যা নতুন  জামা, পায়জামা দিছে। ভালা লাগতাছে। নতুন জামা পইরা মাদ্রাসায় আইছি। ”

অভিভাবকরা বলছে, পোশাক বিতরণ শিশুদের নিয়মিত শ্রেণিকক্ষে যেতে উৎসাহিত করছে।

পোশাক বিতরণ প্রসঙ্গে মাদ্রাসা সুপার হারুন অর রশিদ ‘হ্যালো’কে বলেন, “মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে তিনশত। এবতেদায়ী শাখা অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপবৃত্তি অন্যান্য সুবিধাগুলো না থাকায় দিন দিন শিক্ষার্থী সংখ্যা হ্রাস পাচ্ছিল। এ অবস্থায় মাদ্রাসা কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে এবতেদায়ী শাখার শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে সবুজ রঙের পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা স্কুল ড্রেস প্রদান করে।” 

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com