এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
Published : 07 Nov 2024, 05:56 PM
স্তন ক্যান্সারের ব্যাপারে সচেতনতা তৈরি করতে ময়মনসিংহে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। এসময় জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজনে বুধবার বিকাল ৩টার দিকে নগরীর চরপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
কর্মসূচির অংশ হিসেবে সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ জানার গুরুত্ব তুলে ধরেন।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ময়মনসিংহ।