খবরাখবর
নারী দিবস: নীলফামারীতে কিশোরীদের সাইকেল শোভাযাত্রা (ভিডিওসহ)
প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে কিশোরীদের সাইকেল শোভাযাত্রা হয়েছে।
জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় এই শোভাযাত্রার আয়োজন করে নীলফামারী নারী যোগাযোগ কেন্দ্র।
প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
নারী অধিকার নিয়ে নানা শ্লোগান সম্বলিত ফেস্টুন সাইকেলে ঝুলিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড়শতাধিক কিশোরী।
এরপর বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ মানুষের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: নীলফামারী।