দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
Published : 09 Dec 2024, 05:25 PM
নীলফামারীর ডোমারে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নুরন নবী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব ইসলাম।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নীলফামারী।