
বাগেরহাট সদর উপজেলার চিতলী বৈটপুর গ্ৰামের উদ্দীপন বদর সামছু বিদ্যানিকেতনে আলো নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক আলোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের হাতে-কলমে আলোর খেলা দেখানো হয়।
'আলোর ঝিলিক' নামে এ উদ্যোগের আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। শিক্ষার্থীদের নানা বিষয়ে জানাতে আলো নিয়ে তারা একটি কর্মশালা পরিচালনা করে।
এই কর্মশালায় শিক্ষার্থীদের হাতে-কলমে আলোর প্রতিফলন, আলোর খেলা, পেরিস্কোপ, প্রিজম ব্যবহারসহ আলোর বিভিন্ন প্রায়োগিক দিক দেখানো হয়। এছাড়া আলোর প্রয়োজনীয় বিভিন্ন ব্যবহার সম্পর্কেও জানানো হয়।
বিদ্যালয়টির ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।