পটুয়াখালীতে শিশু সাংবাদিকতার কর্মশালার উদ্বোধন

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিশু-কিশোর এই কর্মশালায় অংশ নিয়েছে।
পটুয়াখালীতে শিশু সাংবাদিকতার কর্মশালার উদ্বোধন

পটুয়াখালীতে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদার।

ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারিত্বে দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

দুই দিনের এই আয়োজনে প্রশিক্ষক হিসেবে রয়েছেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, দৈনিক জনকণ্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মোখলেসুর রহমান, মাইটিভি ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মো. মশিউর রহমান বাবলু।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিশু-কিশোর এই কর্মশালায় অংশ নিয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার পুরো আয়োজনটি সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী প্রতিনিধি ও 'হ্যালো'র জেলা তত্ত্বাবধায়ক সঞ্জয় কুমার দাস লিটু।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com