রবি ঠাকুরের জন্মদিন ঘিরে কাছারি বাড়িতে নানা আয়োজন (ভিডিওসহ)

জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে কবির স্মৃতিধন্য কাছারি বাড়িতে চলছে তিন দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব।

সোমবার সকালে জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

এরপর কাছারি বাড়ির মিলনায়তনে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। এছাড়াও জন্মজয়ন্তী উৎসবে বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

সাংস্কৃতিক অনুষ্ঠান বাদেও কবির জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

কবির জন্মজয়ন্তীর অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই রবীন্দ্র ভক্তদের মিলন মেলায় পরিণত হয় শাহজাদপুরের কাছারি বাড়ি প্রাঙ্গণ। বুধবার শেষ হবে কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই উৎসব।

প্রতিবদেকের বয়স: ১৪। জেলা: সিরাজগঞ্জ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com