উপজেলা নির্বাহী কর্মকর্তা আত্মরক্ষার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের এ নিয়ে উৎসাহ দেন।
Published : 09 Dec 2024, 06:57 PM
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের বড়মানি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করে স্থানীয় উন্নয়ন সংস্থা মহিদেব যুবসমাজ কল্যাণ সমিতি। এই আয়োজনে সহযোগিতা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
কারাতে প্রদর্শনীতে কুড়িগ্রাম সিতো-রিউ কারাতে দো ক্লাবের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা দর্শকের সামনে আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। তিনি আত্মরক্ষার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের এ নিয়ে উৎসাহ দেন।
আয়োজকেরা জানান, কিশোর-কিশোরীদের আত্মরক্ষার কৌশল শেখানো এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুড়িগ্রাম।