একুশে পদক পেলেন সুকুমার বড়ুয়া

ছড়ায় ছন্দে সাবলীল গতিতে সুকুমার বড়ুয়া ফুটিয়ে তোলেন জীবনের কথা। কৃত্রিমতা বর্জিত তার লেখাগুলোতে যেমন ফুটে ওঠে সমাজের সমস্যার কথা তেমনি তা ভরপুর হয়ে থাকে হাস্যরসেও।
একুশে পদক পেলেন সুকুমার বড়ুয়া

এ লেখার স্বীকৃতি স্বরুপ ২০১৭ সালে একুশে পদক পান তিনি।

এই গুণী কবিকে নিয়ে কথা হয় তার ছেলে অরূপ রতন বড়ুয়ার সঙ্গে।

হ্যালোঃ সুকুমার বড়ুয়া কেমন আছেন?

অরূপ রতন বড়ুয়াঃ বার্ধক্যজনিত নানা অসুখ রয়েছে। ভালো করে হাঁটতে পারেন না তিনি।

হ্যালোঃ এখন উনার বয়স কত?

অরূপ রতন বড়ুয়াঃ বাবার এখন ৮০ বছর বয়স।

হ্যালোঃ উনার লেখালেখি কেমন চলছে?

 অরূপ রতন বড়ুয়াঃ এখনও ছড়া লিখেন। তবে সংখ্যায় অনেক কম। দুই এক মাসে হয়তো একটা লিখেন।

হ্যালোঃ একুশে পদক পেয়ে সুকুমার বড়ুয়ার অনুভূতি কেমন?

অরূপ রতন বড়ুয়াঃ তিনি প্রচণ্ড খুশি।

হ্যালোঃ ধন্যবাদ আপনাকে।

অরূপ রতন বড়ুয়াঃ স্বাগতম।

সুকুমার বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে। আমার বাড়িও চট্টগ্রাম। আমি উনাকে নিয়ে গর্বিত।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com