বাংলা উইকিপিডিয়ার স্কুল কর্মসূচি

বাংলা উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তি উপলক্ষে উইকিমিডিয়া বাংলাদেশ ঢাকার মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ে 'উইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম' আয়োজন করে।  

ঢাকা মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে রোববার এই অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণির ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।  

ইন্টারনেটে বাংলা ভাষায় মানসম্পন্ন তথ্যের অপ্রতুলতা সম্পর্কে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন বলেন, “বর্তমান অবাধ তথ্য প্রবাহের যুগে বাংলা ভাষায় তথ্যের বিস্তৃতি ঘটাতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।এক্ষেত্রে উইকিপিডিয়া কার্যকরী ভূমিকা রাখতে পারে।”    

সহকারী শিক্ষিকা সেলিনা সুলতানা বলেন, “এ ধরণের অনুষ্ঠান ছাত্রদের তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করে তুলবে।”

অনুষ্ঠানে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী সদস্য তানভির মোর্শেদ,পরিচালক নাহিদ সুলতান, সদস্য অঙ্কন ঘোষ, ইব্রাহীম হোসেন ও আফিফা আফরিন উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের বাংলা উইকিপিডিয়ার পরিধি সম্পর্কে অবহিত করা হয় এখানে। এছাড়া অন্য ভাষার উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার শিক্ষামূলক প্রকল্প নিয়েও আলোচনা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com