বিজ্ঞান মেলা শেষ হল 

ঢাকার খিলগাঁও গভ: স্কুলে হয়ে গেল  ২৯ তম সাইন্স ফেস্টিভ্যাল।
বিজ্ঞান মেলা শেষ হল 

বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিন ব্যাপী এ মেলায়  ছিলো প্রজেক্ট ডিসপ্লে,  দেওয়াল পত্রিকা, রুবিক কিউব এবং অলিম্পিয়াড প্রতিযোগীতা।

ভিকারুন্নেসা নুন স্কুলের শিক্ষার্থী সাদিয়া জানায়, এ মেলায় অংশ নিয়ে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে।  

মেলায় ঘুরতে আসা সানজিদা রিহা বলেন, "মেলায় এসে বিজ্ঞানের অনেক অজানাকে জেনেছি। পরে বিষয়গুলোকে কাজে লাগাতে চেষ্টা করব"।

স্কুলের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা  বলেন, ‘শিক্ষার্থীদের  সহপাঠ বিষয়গুলোতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া গেলে তারাও একদিন বিশ্বকে চমকে দেয়ার মত কিছু করে দেখাতে পারবে।’ 

এ বিজ্ঞান মেলায় পৃষ্ঠপোষক শিউর ক্যাশের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ শাহাদাত খান হ্যালোকে জানায়, তারা এ ধরণের আয়োজনের সহযোগী হতে পেরে অনেক আনন্দিত।

৭০ টি স্কুলের প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশ নেয় এই মেলায়।  

শনিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয় এ মেলা।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com