বিজ্ঞান মেলা শেষ হলো

ঢাকার সেইন্ট গ্রেগরি স্কুলে নবম বারের মত হয়ে গেল সাইন্স ফেস্টিভ্যাল ২০১৭।
বিজ্ঞান মেলা শেষ হলো

বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিন ব্যাপী এ মেলায় ছিল প্রজেক্ট ডিসপ্লে, দেওয়াল পত্রিকা, কালচারাল কম্পিটিশন এবং কুইজ প্রতিযোগিতা। 

ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের শিক্ষার্থী আরলিন সুলতানা জানায়, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারছে। নতুন প্রকল্প তৈরিতে উৎসাহিত হচ্ছে।

তাহমিদ নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘মেলায় এসে অনেক বিজ্ঞান প্রকল্প দেখেছি, বিজ্ঞান নিয়ে আগ্রহ বাড়ছে।’

মেলার আয়োজন সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ গোমেজ হ্যালোকে বলেন, ‘বিগত বছরের তুলনায় অনেক বেশি সাড়া পেয়েছি। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সতস্ফূর্ত ভাবে অংশ নিয়েচ্ছে এবারের মেলায়।

'যদি সত্যিকার শিক্ষা দিতে হয় তবে শুধু শ্রেণিকক্ষে রেখে তা সম্ভব নয়, প্রয়োজন সহপাঠ কার্যক্রম আয়োজন করা এবং শিক্ষার্থীদেরকে এসব বিষয়ে অংশগ্রহণ করতে আগ্রহী করে তোলা।’ 

শনিবার মেলা শেষ হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com