ভিডিও(হ্যালো)
গহীন অরণ্যের আলো যে স্কুল
বান্দরবানের গহীন পাহাড়ের এক ম্রো সম্প্রদায়ের মা তার ছেলেকে পড়াশোনা করতে পাঠিয়েছিলেন কক্সবাজারের উখিয়ায়। কিন্তু কয়েকবছর পরে সেই ছেলে আর মায়ের কাছে ফিরে তো আসেনি; বরং পরিচয় পাল্টে তাকে ‘ম্রো’ থেকে ‘বড়ুয়া’ করা হয়েছে।