ভিডিও(হ্যালো)
স্কুলে ‘যায় না’ বেদে শিশুরা, শিকার বাল্যবিয়েরও
পটুয়াখালীর বাউফল উপজেলার দাস পাড়া ইউনিয়নের বাস স্ট্যান্ড এলাকায় থাকছে বেদে সম্প্রদায়ের একটি দল। ওই এলাকায় গিয়ে দেখা যায়, খালের পাশে তাবু গেড়েছে তারা। এর পাশেই রান্না-বান্না চলছে আর শিশুরা মেতে আছে হৈ-হুল্লোড়ে। কথা বলে জানা যায়, এই শিশুরা স্কুলে যায় না। এখানে বাল্যবিয়ের ঘটনাও নিত্যনৈমিত্তিক ব্যাপার।